মৃত্যু!তুমি কি আমায়,
ভয় দেখাও,কিসের?
মৃত্যুর! ভয়ে ভিতু নই আমি
কাকে দেখাও,ভয় তুমি?
তুমি কি যান না?


প্রতিনিয়ত করি বসবাস,
তোমার সাথে,বেলাশেষে
একই বিছানায় শুয়ে,
নিশ্চিন্তে যাই নিদ।


প্রেমিকের মত,কোলাকোলি,
বন্ধুর আলিঙ্গন,
ধরা ধরি করি ভালোবেসে
চোখেও নেই বিচ্ছেদ।


তুমিতো আমায় নিমন্ত্রণ,
করেই রেখেছো।
আসার কটাদিন আগে


আমার জন্মের অভিধানে,
লেখা আছে চিরন্তন,
কিতাব কোরআন এ তাই,
নিদিষ্ট সময় আসবো,
প্রতিজ্ঞা,শুধু অপেক্ষার পালা।