ঊনচল্লিশ বছর পর,
আজ শীতের হিমেল হাওয়ার স্পর্শে কাপড় গায়ে জড়িয়েছি,
শুধু তুমি আসবে বলে।


তোমার আগমনের বার্তায়,
আমি শীতের পিঠাপুলি তৈরি করেছি,
এনেছি তোমার প্রিয় খেজুরের রস।


ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন শীতের পিঠাপুলি খাইনি,
আনিনি কখনো আমার বাড়িতে খেজুরের রস।


ঊনচল্লিশ বছর পর,
আজ বসন্তদূতের গান শুনেছি,
শুধু তুমি আসবে।


তোমার আগমনের বার্তায়,
তরুলতার সাথে আমিও সেজেছি
শুধু তোমায় দেখাব বলে।


ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন বসন্তদূতের গান শুনিনি,
সত্যি প্রিয়, আমি কোনো দিন সাজিনি।


ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি ঊনচল্লিশ বছর স্থবির ছিলাম,
তোমার আগমনের বার্তায় আজ আমার প্রাণের স্পন্দন ফিরে পেয়েছি ।


রচনাকালঃ
১০/১০/২০২০