শিক্ষাকে অবহেলা করো না,সর্বনাশ হয়ে যাবে
শিক্ষা ছাড়া কোনো জাতি,
সভ্যতার শিখরে আহরণ করতে পারে না।
শিক্ষাকে গুরুত্ব দাও,
নইলে জাতি ধ্বংস হয়ে যাবে।
পড়ো,মনোযোগ সহকারে পড়ো। পড়ার মর্মার্থ বুঝে পড়ো
গবেষণা করে করে পড়ো।পড়ো,পড়ো এবং পড়ো।
দেখবে সফলতা আসবে।
ব্যর্থতার কালো হাত স্বপ্নকে ধ্বংস করে।
জানি তোমার পড়তে ভালো লাগেনা
পড়তে গেলে মনে আসে নানা কুমন্ত্রণা,
কুমন্ত্রণার ছোবল তোমার হৃদয়কে ভেদ করে
তার জন্য তোমার মন পড়াশোনায় অমনোযোগী
কুমন্ত্রণাকে প্রশ্রয় দিওনা তুমি কখনো
তাকে বারংবার প্রত্যাখ্যান করো।


অবহেলা হলো ব্যর্থতার পদ সোপান।
ব্যর্থতা জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়।
তুমি সফলতাকে ধরার জন্য চেষ্টা করো
একটু কষ্ট হলেও,দেখবে সফলতা আসবে।
ব্যর্থতা জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
নিজেকে ব্যর্থ ভেবো না,নিজের উপর আত্মবিশ্বাস রাখো।
না হলে সর্বনাশ হয়ে যাবে।


যদি সুখে শান্তিতে আজকের বিশ্বে বিচরণ করতে চাও
তবে শিক্ষা ও প্রযুক্তিকে গুরুত্ব দাও। অবহেলা করো না।
গুরুত্ব দিলে তুমিও জীবনে সফলতা অর্জন করবে ।



রচনাকালঃ
২০/০২/২০২২