৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


বহুদিন পর বাজতে শুনি
একতারার ওই শব্দ,
বাংলার বুকে আছে থাকবে
অব্দের পর অব্দ।


একতারার ওই দারুণ সুরে
বাউলদের ওই গানে
একতারাটা আমার মনে
বাজে ক্ষণে ক্ষণে।


বাংলার প্রাচীন সংস্কৃতি যে
যায় না কভু ভোলা,
বারে বারে এসে তবে
মনে দেয়'রে দোলা।


বাউলগান আর লোকগীতি
দেশের কথা বলে,
সেই গান শুনার জন্য মানুষ
চলে দলে দলে।


একতারারি সুরে বাউল
গাহে গান যে কত,
ঢোলের তালে বাঁশির সুরে
বাদ্য বাজে শত।


রচনাকালঃ
০১/০৮/২০২১