মাগো একটি ছবি আকব
অনেকক্ষণ বসে ভাবছি
রং তুলি হাতে আছে
কি ছবি আকব
ভেবে পাচ্ছি না।


অকস্মাৎ আমার মনে পড়ে
১৯৪৩ সন।
মাগো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা বাংলাকে
হেলা করেছে
সেই হেলার কারণে বাংলায় নাকি দুর্ভিক্ষ হয়েছিল
তখন নাকি বাংলার অলিতে-গলিতে
এমনকি রাজপথে ফুটপাতে লাখ লাখ মানুষ
না খাদ্য পেয়ে ধুঁকে ধুঁকে ঢলে পড়ে মৃত্যুর কোলে
মাগো একি করুন দৃশ্য।
কাক ও কুকুরের সঙ্গে বুভুক্ষু মানুষ খাদ্য না পেয়ে
অখাদ্য-কুখাদ্য খেয়েছে নর্দমার।
মাগো আমি স্কেচ আকব এই দুর্ভিক্ষর উপর
রাস্তার পাশে খালি থালা নিয়ে মুমূর্ষু অবস্থায়
পড়ে আছে এক বৃদ্ধা
যার শরীরের হাড়গুলো যেন শরীর থেকে খসে পড়েছে
পেটের চামড়া পিঠার সাথে লেগে আছে
দুর্ভিক্ষের জন্য
অন্নবিহীন উদরে
অন্নের সন্ধানে সকলে অবিরাম চলছে রাজধানীর দিকে।
এটাই আমার হল একটি ছবি।



রচনাকালঃ
২০/০৪/২০২০