দৃপ্ত প্রহরে পল্লবঘন বাসন্তী লতার নিচে,
দীর্ঘ প্রতীক্ষা, প্রিয়জনে একটু আলিঙ্গনের জন্য।
কখন আসবে সেই কাঙ্ক্ষিত প্রিয়জন,
মনের মাধুর্য মিশিয়ে কখন করবে আলিঙ্গন,
শুধু সেই প্রতীক্ষা।  


কত জন এলো গেল এই পদ্ম দীঘির ধারে,
আর কত জনই বা আসবে,
ঐ পদ্ম দীঘির জলের ধারে দাঁড়িয়ে থেকে
আলিঙ্গনের অপেক্ষায় বিরহ অনলে বুকে নিয়ে
আর কত জনই বা হাসবে,
শুধু সেই প্রতীক্ষা, একটু আলিঙ্গনের জন্য।
বিরহ অনলে পুড়ছে কচি কাঁচার অজস্র মন,
প্রিয়জনের সাথে দেখা আর একটু আলিঙ্গন,
প্রশমিত করতে পারে সেই বিরহ ব্যথা।



রচনাকালঃ
১৭/০৪/২০২১