সাঁঝ হলো আঁধার ঘনিয়ে এলো
বসেছে আলোর মেলা,
জোনাকিরা তৈরি আছে
দেখাবে আলোর খেলা।


বাজলো তোমার আলোর বেণু
জগৎ মাঝারে,
জগতটা যে ভরে গেছে
অশুভের আঁধারে।


সত্যের আলো জ্বালিয়ে দূর করব
তাই না রে,
অশুভর কালো ছায়া নিয়েছে আঁকড়ে
জগতের সব কাজে রে।


কি ভাবে রক্ষা করব জগতকে
পথ দেখাও প্রভু,
চড়াই-উতরাই বাইতে দাও আমারে
আমি তা বাইনি কভু।


সত্যের আলো দিয়ে
সব করব জয়,
সত্য যে সর্ব গমনের সোপাংশ
কোনো সন্দেহ নাই।



রচনাকালঃ
১২/১২/২০১৯