সাদা ফুলে মাথা নেয়ানো ঘাস হাওয়ায় দোলে
ঘাস আমায় তাদের সাথে দোল খেলতে ডাকে।


আকাশে সোনালী ডানার চিল গুলো উড়ছে
চিল গুলো  আমায় তাদের সাথে উড়তে ডাকে।


চাঁদের উপরে নক্ষত্র গুলো অবিরাম জ্বলছে
নক্ষত্র গুলো আমায় তাদের সাথে জ্বলতে ডাকে।


মাঝিরা গলা ছেড়ে ভাটিয়ালি গান গাইছে
গান গাইতে মাঝিরা আমায় তাদের সাথে ডাকে।


পূবালী দিঘির বালি হাঁস গুলো সাতার কাটছে
হাঁস গুলো আমায় তাদের সাথে সাতার কাটতে ডাকে।


বেলি হাসনাহেনা গন্ধরাজ ফুলের সৌরভ ছড়িয়েছে
ফুল গুলো সৌরভ শুকতে আমায় তাদের কাছে ডাকে।


চাতক কেন শুদ্ধ পাখি সে গল্প বলতে চাতক
আমায় তাদের কাছে ডাকে।


আঁধার  রাতে মিটমিট করে জোনাকি আলো ছাড়ে
সে আলো ছাড়ানো দেখতে আমায় তাদের কাছে ডাকে।


রৌদ্র ছায়ার সাথে লুকাচুরি খেলতে
ছায়া আমায় তাদের কাছে ডাকে।


দূভির্ক্ষের ব্যথিত মনুষ্য কঙ্কাল
সাহায্যের জন্য আমায় ওরা আমায় ডাকে।


স্বাপ্নিক সে তার কাছে স্বপ্ন পূরণের বার্তা দিতে
সে তার কাছে যেতে আমায় ডাকে।



রচনাকালঃ
২০/০৬/২০২০