তোমরা যেদিন আমার মূল্য বুঝবে
সেদিন আমি তোমাদের থেকে অনেক দূরে
হয়তো চাইলে আমার নাগাল পাবে না।
আমার মূল্য যাদের কাছে সমান ছিলো
এবং আজও তেমনি আছে
সে হলো আমার জনক জননী।
তারা আমাকে যতই তাচ্ছিল্য করুক না কেন
তাদের কাছে আমি রত্ন সম।


যে আমায় বলেছিলো, এর দ্বারা কিচ্ছু হবে না
আমি আজ তার চোখে আঙুল দিয়ে দেখে দিতে চাই।
অবহেলা, অবজ্ঞা পোষণ করলে সব প্রতিভা নষ্ট করা যায় না।
দৃঢ় মনোবলে জীবন যুদ্ধে,আজ সফল
যে আমায় তিরস্কার করতো, সেইজন
আজ আমায় কুর্নিশ করে চলে।
কি অবাক পৃথিবী তাই না, সত্যি অবাক।
সম্মানটা টাকার সাথে,বিনয়ের বা ভদ্রতার সাথে নয়।


যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতো
হাটে ঘাটে মাঠে, সকল স্থানে
আজ পজিশনের ভিন্নতার কারণে
তারা-ও এড়িয়ে চলে,দেখে অবজ্ঞার দৃষ্টিতে।



রচনাকালঃ
১৭/১২/২০২১