আমার অভিলাষ হয় কোনো পড়ন্ত বিকেলে,
প্রেমিকার হাতে হাত রেখে ঘুরতে।
আমার অভিলাষ হয় পুষ্পকাননগুলোতে,
সুগন্ধি যুক্ত পুষ্পের শাখে পুষ্প মুঞ্জরি হয় ধরতে।
আমার অভিলাষ হয় আন্ধার রাতে গগনের তারকারাজি,
আর জোনাকির আলোর মেলার সাথে খেলতে।
আমার অভিলাষ হয় শরতকালে নীল আকাশের
শুভ্র মেঘের ভেলা সাথে ভাসতে।
আমার অভিলাষ হয় বৃষ্টির দিনে ময়ূরের যেমন পেখম তুলে নাচছে
সেভাবে নাচতে। ।
আমার অভিলাষ হয় পাহাড় পাদদেশ হতে
ঝর্ণা হয়ে ঝরতে।
আমার অভিলাষ হয় বিহগের মতো গগন পথে উড়ে
গগনের ঐ নীল ধরতে।
আমার অভিলাষ হয় ভ্রমর হয়ে ঐ পুষ্প কাননের,
সদ্য প্রস্ফুটিত কোমল পুষ্পের মধু খেতে ।
আমার অভিলাষ হয় বসুমতীর সকল অশান্তির,
মূল কারণ জানতে।
আমার অভিলাষ হয় জৈষ্ঠ্য কেন মধুমাস
সেই ইতিহাস জানতে।
আমার অভিলাষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠি আদিবাসীদের  
ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া পেতে।



রচনাকালঃ
১৪/০৫/২০২১