যেথায় স্নিগ্ধ ভোরে করে
   পাখি ডাকাডাকি,
সেই নীল কমল দীঘির ধারে
   আমি নিত্য থাকি।


যেথায় আছে অজস্র বৃক্ষের
মনোরম শীতল ছায়া,
সেথায় লেগে আছে আমার
   শৈশব কৈশোরের মায়া।


যেথাকার মানুষের অন্তরে আছে
একে অপরের জন্য ভালোবাসা,
সেথায় আমি থাকতে চাই
জীবনের শেষ আশা।