ছোট্টা ছোট্টা শব্দে
বসে আছি আমি
অব্দের পর অব্দে,
একাকি অমরত্বের লাভের সন্ধানে  
কেমনে আমি আমার
নামকে ধরার বুকে করব অক্ষয়
শুধু আমার জীবনে
সবচেয়ে বড় প্রত্যাশা
লিখব কীর্তিমানের সারিতে
আমার নাম খানি।


নেই আমার মনে সুখ
শুধু আমার চিন্তা,
কীভাবে রচিতে পারি
অমর কীর্তি কাব্য
যেমন রচিল
নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ
যদি আমি তেমন কিছু
সুর তালে লিখে যায় ছন্দ।
জানি না হব কিনা তাদের মতো
মানবের কাছে সমাদৃত,
আমি একটা কবিতা লিখে
মানব মনে আমরা জন্য রেখা টানতে চাই।
যদি হয় ভালো
সেটা থাকবে আজীবন,
যদি হয় ব্যর্থ
তাহলে আমার জীবন
ধরা থেকে হবে ছন্দ পতন।


রচনাকালঃ
০৩/০২/২০২১