ছোট্টো ছোট্টো ছন্দে
মনের আনন্দে
গেয়ে যায় মানব জীবনের
অমরত্বের লাভের গান,
যে মানব গুলো
কিছুই করে নাই
তাদের জীবন
পৃথিবীতে থেকে ম্লান।


মানব মন থেকে গেছে
সেই জীবন হারিয়ে
কখনো কেউ নেই
তা মনে করবার,
অন্ধকারের মতোন
সেই জীবন গুলো
ডেকে আছে ধামাচাপায়
বিদীর্ণ রাতের আধার রূপে।


জনম জনম মানব মন
বাঁচতে চাইলে মানবকে
অবশ্যই কীর্তি কাব্য শৈলী
রচিত হবে,
কীর্তি কাব্য রচনার জন্য
মানব জীবন গুলো
মানব মনে স্থান করে নিতে পারবে।



রচনাকালঃ
৩১/০১/২০২১