৪+৪/৪+২


বাদলধারা করছে তাড়া
এলো আষাঢ় বলে,
খেলবো খেলা গানের মেলা
আয় রে দলে দলে।


বৃষ্টি ভেজা ভীষণ মজা
লাফালাফি জলে,
তরী নিয়ে ভাসতে গিয়ে
নানা খেলার ছলে।


কৃষকের ধান সহর্ষে গান
মনটা ভীষণ বলে,
বাদলা দিনে পেটের ঋণে
থাকলে বসে চলে।


কদম কেয়া ডাকে দেয়া
ব্যাঙের বাদ্য দলে,
দলে দলে তারা চলে
ডোবা নদের জলে।


মেঘের ভেলা জলের খেলা
বর্ষার নানা ফলে,
সবুজ শ্যামল সৃষ্টি কোমল
দেখ রে দলে দলে।


রচনাকালঃ
২৯/০৬/২০২১