বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে,
                            ইমু বাবুর ঘর নড়বড় করে।
কাল বৈশাখী কালো ধোয়ার ফল,
           সজীব হচ্ছে অজীব আর অজীব হচ্ছে সজীব।
ঝড়ের শেষে পর দিবসে,
গহিন টিলা-পাহাড়ি গাঙে নাইতে যখন যাই,
                                  গাঙের টলমলে কাজল জল,
মিষ্টি হেসে বলে, ওগো,
                         কেমন আছ ভাই।
জলের সাথে মীনের সাথে ,
                                   লুকোচুরি  খেলা।
নীল আকাশে কে দিল রে ,
                               ধবল রঙের ভেলা।
লাল মেঘের ভেলা দেখা যায়,
                             পূর্ব পশ্চিম কোণে।
গাছপালা ভেঙে শেষ,
                     ঐ গহিন বনে।
ঝড়ে সব ঝরে পড়ে,
                   আম কাঁঠালের মুকুল।
পথ ঘাট যে জল ছুয়েছে,
                      আনন্দে আনন্দে দূকুল।
বৈশাখ পর মধুমাস ,
                   বাহারি রকমের ফল।
জলের তলে দূর্বাঘাস,
                       করছে যে টলমল।