৪+৪/৪+২


বিশ্বাস যদি একবার ভাঙে
হয় যে মনে কষ্ট,
জীবন চলার দীর্ঘ পথে
হয় যে সবই নষ্ট।


টাকা দিয়ে ধরার বুকে
যায় না বিশ্বাস কেনা,
বিশ্বাস ভাঙলে মানুষ তবে
যায় সহজে চেনা।


ধরার বুকে বিশ্বাস হলো
অমূল্য ধন তবে,
বিশ্বাস ছাড়া যায় না চলা
এই না নিখিল ভবে।


বিশ্বাসঘাতক ধরার বুকে
করে বড় ক্ষতি,
দৃঢ় বিশ্বাস আর গড়ে না
অন্য জনের প্রতি।


রচনাকালঃ
১১/০৮/২০২১