৪+৪/৪+১


বীরত্ব যার যুদ্ধে ক্ষেত্রে
নয়তো আসল বীর,
রাগের সময় রাগ দমিয়ে
উচু রাখে শির।


অতি রাগে ক্ষতি আসে
বিজ্ঞজনে কয়,
অতি রাগলে সেইজনই তো
গভীর জ্ঞানী নয়।


রাগের ফলটা বড় কঠিন
জানে সবাই ভাই,
রাগের মতো বড় পাষাণ
আর তো কিছু নাই।


যুদ্ধে ক্ষেত্রের বীরত্বের তো
অতি সহজ কাজ,
রাগ দমাতে গেলে মাথায়
ভেঙে পড়ে বাজ।


আগুন জ্বলে হঠাৎ করে
নিভে গেলে ছাই,
রাগটা কমে গেলে পরে
মনে ব্যথা পাই।


রচনাকালঃ
২১/০৮/২০২১