জীবন এতটা দীর্ঘ নয়
জীবনের রং যে কত বিচিত্র
চোখে আসে নব নব স্বপ্ন
উড়তে চায় পাখা মেলে গগনে
কিন্তু সকল স্বপ্ন ভস্ম হয়ে যায়
কেন জীবন যে কঠিন নয়?
তেমনি স্বপ্ন দেখেছিল আরাকানের নিরীহ মুসলমান লোক
সাম্প্রদায়িক বৌদ্ধ জনগোষ্ঠী স্বপ্ন ভেঙ্গে দিয়েছে থোক থোক।
অকাতরে ঝরিয়েছে শত শত প্রাণের রক্ত
লোকবল জ্ঞান বুদ্ধিতে ছিল না তারা শক্ত।
বিশ্ব নেতারা কি দেখে না
এরূপ পাশবিক পৈশাচিক নির্যাতন
মুসলমান বলে হেলিত কেন?
নাকি বিশ্ব নেতারা আজ অন্ধ
তাদের কর্ণে যায় না কি
প্যালেস্টাইনের মা ও শিশুর আহাজারি
শুনেন না অসহায় বোনর আর্তনাদ?
তাদের প্রতি নেই কোনো ভ্রূক্ষেপ
দেখে না কি অবুঝ শিশুর পিতামাতার লাশের উপরে হামাগুড়ির সেই দৃশ্য?
জীবন নামক শব্দে নেই কোনো নিদ্রা
শুধু ভয়,শুধু ভয়
কখন কোথা থেকে আসে অগ্নির বারিধারা
তারা একটু নিরাপত্তা চায়,বাঁচতে চায় ।
শান্তি চায়, শান্তি ।


বিজাতীয়দের হাতে আজ লেগে আছে মুসলমানদের রক্ত
স্বার্থান্ধ লোকেরা স্বার্থের জন্য করে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ
মুসলমানদের ভারত থেকে বিতাড়িত করার জন্য
নেয় শাসকবর্গ নানা পদক্ষেপ।


করেছে বাতিল মুসলমানদের নাগরিক অধিকার
আজ ভারত মুসলমানরা জীবন যাপন করছে অসহায়ের মতো।  


করেছে কত নির্যাতন আর নিপীড়ন  
মুসলমান বলে অধিকার থেকে বঞ্চিত  
পৃথিবী থেকে মুসলমানকে নির্মূল করার প্রয়াস চালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি  
সব ধর্মের লোকের কাছে মুসলমান আজ চোখের বালি
সঠিক পন্থায় আছে বলে পৃথিবী থেকে মুসলমান কে করতে চায় খালি ।

কোথায়  সেই মানবিকতা কোথায় সেই মানবাধিকার  
নাকি এগুলো রুপকথার কাহিনি
নাকি প্রলাপ
মুসলমানদের জীবন আজ বিজাতীয়দের হাতে ছারখার
মুসলমান বলে পৃথিবীতে বসবাসের নেই কোন অধিকার।