করোনা তুমি আজ বিশ্বকে মৃত্যুপুরীতে দিয়েছো
মানুষের মুখে নেই হাসি
শুধু চিন্তার ছাপ
                আর আতঙ্ক।
করোনা শুধু তোমার জন্য
প্রাণবন্ত সেই শহরে নেই আর জনাকীর্ণ
                                           জনসমাগম।
হয়েছে জনশূন্য
        নেই কোনো বায়ুতে দূষণ
                     রয়েছে বায়ুতে নির্মলতা।        
করোনা তোমার জন্য
প্রকৃতি হাসে প্রাণ খুলে
পাখি গায় মন ভরে।


আজ করোনার আরেক নাম মৃত্যু বলে সকলে মানে    
মানুষ তো সর্ব ধ্বংসী প্রাণী
নাকি একদণ্ডে ধরাকে ভ্যানিশ করে দেবে
কোথায় সেই শক্তিশালী মানুষ
সামান্য ক্ষুদ্র ভাইরাসের কাছে
তাদের এত বড় পরাজয়
তৈরি কর না দেখি একটি প্রতিষোধক।    


করোনা তুমি আজ বিশ্বকে অর্থনৈতিক বির্পযয়ে ঠেলে দিলে
বেকার করে দিলে শত কোটি মানুষ।


করোনা শুধু তোমার জন্য
প্রাণের ভয়ে আজ সকলে গৃহবন্দী          
করোনা তুমি যুদ্ধের চেয়ে ভয়াল
তুমি মানুষের অদৃশ্য বৈরী।
                                      


তোমার জন্য করোনা
শুধু তোমার জন্য,
সম্মেলনের শহরে নেই আর সম্মেলন
                                          বিজন।
নেই সেই খেলার জমজমাট আসর।


তোমার জন্য করোনা
শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে
শত কোটি কোমল শিশু  ।


করোনা তুমি এত নির্মম, এত নিষ্ঠুর
তোমাতে নেই কোনো স্নেহ আর ভালোবাসা
নেই মানুষে মানুষে আলিঙ্গন
                                    শুধু দূরত্ব।      
সামান্য হাঁচি কাশি জ্বর হলে সকলে তাকে দূরে ঠেলে দিচ্ছে।
লকডাউনের অসহ্য সময়
মৃত্যু আশ্রয় নিয়েছে রাস্তায়                          
                                 জনাকীর্ণ স্থানে
জনসমাগমে।  


করোনার ভয়াল থাবায় বিশ্ব আজ স্থবির  
সমাবিষ্ট প্রার্থনা দূর হোক
                         এই বিশ্বের গ্লানি  
ফিরে আসুক পূর্বের সময়।



রচনাকালঃ
২৩-০৪-২০২০