করোনা তোমার জন্য আজ বিশ্ব স্থবির,
মানুষে মানুষে নেই আলিঙ্গন, শুধু শঙ্কা আর শঙ্কিত জীবন।
দীর্ঘ প্রতীক্ষা একটু আলিঙ্গনের জন্য।
করোনা তোমার প্রাদুর্ভাবের জন্য, সদা লকডাউন
লকডাউনের গৃহ বন্দী জীবন, অসহ্য সময়,  দীর্ঘ প্রতীক্ষা।
নেই সেই আগের মতো প্রাণবন্ত চমৎকার শহর খানি
ফুটপাতের মানুষের দুর্বিষহ জীবন,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পথশিশুর করুন আহাজারি, আর্তনাদ।


নেই তো সেই জমজমাট শপিংমল
দোকানির দীর্ঘশ্বাস, লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়।
নেই সেই প্রাণবন্ত শিক্ষালয়,
নেই কচি কাঁচার পদচারণায় মুখরিত পরিবেশ।
গৃহ বন্দী জীবন, মুক্ত সময়ের প্রতীক্ষা, কখন মুক্তি পাবে।
করোনা তোমার সংক্রমণে,বিশ্ব আজ মৃত্যুপুরী
অজস্র মানুষের কর্মহীনতা, বুভুক্ষা জনজীবন
কি করুন চাহুনি, সুদিনের প্রতীক্ষা।
সকলে আজ একটায় চিন্তা কিভাবে তৈরি করবে প্রতিষেধক,
কেমন ফুটাবে মানুষের মলিন মুখে মুক্ত হাসি,
তাও আজ দীর্ঘ নয়, সুদীর্ঘ সময়ের প্রতীক্ষা।



রচনাকালঃ
২৬/০৫/২০২১