৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


চলে গেলো সেই পাখিটা
দিয়ে আমায় ধোঁকা,
আমায় সেযে ভেবে ছিলো
ভীষণ ভীষণ বোকা।


ভালোবাসা ছিলো আমার
এই না হৃদয় ভরা,
সেই কথাতে অঝোর চোখে
বৃষ্টিবিহীন খরা।


কি দোষ ছিলো প্রিয়া আমার
বলে যাবে তুমি,
দিবানিশি সদা প্রিয়া
তোমায় আমি চুমি।


হৃদয় পুরে ঘোরাঘুরি
তোমার পায়ের শব্দ,
সেই শব্দটা শুনে শুনে
কেটে যাবে অব্দ।


হবে না আর বলা প্রিয়া
মনে কোনো ভাষা,
আজও পথটা চেয়ে আছি
আসবে সেই তো আশা।


রচনাকালঃ
৩০/০৭/২০২১