৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ


জীবন গেলো দুখে দুখে
সুখ যে কঠিন ভাই,
সুখের খুঁজে সদা চলি
সুখ যে কোথায় পাই।


দুঃখ বিহীন আমার প্রাণে
নাই তো কিছু আর,
দুঃখের তরে জীবন মুখে
জুড়ি মেলে ভার।


দেখে শুনে অনলে কেউ
পুড়তে নাতো চাই,
সুখের সাথী ধরার সবাই
দুখের সাথী নাই।


দুখ সাগরে ভাসতে গিয়ে
হই জীবন্ত লাশ,
আমার প্রাণে লেগেই থাকে
দুঃখ বারো মাস।


দুঃখ নিয়ে জীবন চলা
দুঃখ এখন প্রাণ,
বিষাদ মনে সপ্ত হর্ষে
গাই যে দুখের গান।


রচনাকালঃ
০১/০৯/২০২১