৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


পিতা মাতার জন্য আমি
এলাম ধরার বুকে,
শত কষ্ট বুকে নিয়ে
খাবার দিলেন মুখে।


আমার একটু হাসির জন্য
করতো কত কিছু,
ছেলেবেলায় খেলনার জন্য
ঘুরতাম বাবার পিছু।


মা আমাকে নিত্য রাতে
আদর করতো কত,
একটু ভুলের জন্য আমি
বকা খেতাম শত।


পিতা মাতা পরম সম্পদ
করো তাদের সেবা,
তাদের সেবা না করে ওই
মুক্তি পায় যে কেবা।


রচনাকালঃ
০৬/০৮/২০২১