জীবনের দীর্ঘটা পথে
তুমি ছিলে আমার সাথে
জানে ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা  
অশ্বত্থ আর হিন্তাল
আরও জানে ঐ জ্যোৎস্না শোভিত রাতের জোনাকি
নির্জনে বসে আমি তুমি ভেবেছি কত কি।


        আজগুবি নয় আজগুবি নয় সত্যি বলছি
তোমারে সাথে নিয়ে এই পথে জীবনের ফুরিয়েছে
দশ দশটা বছর
             তুমি কেন আজ নিজেতে বিভোর
স্বার্থপরে মতো কেন কর
এত বিশ্রী আচরণ।


এই পথে আমি আজও আছি
আমরণ রইব এই পথে
শুধু তুমি রইলে আমার সাথে।
            কষ্ট আমার নিত্য সাথী
নেই আমার আঁধার ঘরের বাতি
কষ্টে আছি ভালো আছি
সুখে থাকো তুমি
এই পথে আমি আজও আছি
কখনো যেওনা তুমি।