আমি তো চাই না, আমি তো চাই না
  চাই না আমি, ওগো প্রেয়সী
আমার জন্য তোমার জীবনে
অশান্তি নেমে আসুক
সত্যি সত্যি বলছি
এটা তো আমি চাই না।


যদি তুমি  আমায় বিরক্ত মনে কর
তাহলে আমি  চলে যাব, যাব চলে
অনেক অনেক দূরের কোনো স্থানে
সত্যি সত্যি বলছি
আমি তো তোমায় কভু মিথ্যা বলিনি
আমি চাই না তোমাকে কষ্ট দিতে
তোমার কাছে এসে।


আমি ভুলে যাব, ভুলে যাব আমি
তোমার সকল স্মৃতি বিস্মৃতি গুলো
আমায় ছাড়া অন্যকে নিয়ে যদি সুখ পাও
তবে আমার চাওয়া তুমি সুখে থাকো
তোমায় কোনো দিন আমি বাঁধা দিতে আসবো না
সত্যি সত্যি বাঁধা দিতে আসবো না দেখো
হয়তো আসবো না তোমার সামানে
মিছে ভালোবাসার দাবি নিয়ে
মিছে ভালোবাসায় দেখ আর নয়নের নীরে ভাসবে
আর আমার বুক
তোমার দেয়া সাথে কষ্ট নিয়ে
বসে থাকবো একা নির্জনে কোনো তুরুর ছায়ায়
অথবা স্রোতবিহীন তটিনী ধারে কাশফুলের কাছে
দেখ আর কোনো ফিরব না
সত্যি সত্যি বলছি  
দেখ আর কোনো দিন ফিরব না তোমার  সামনে
বিদায়  ওগো প্রেয়সী
বিদায় সদা ভালো থেকো
ভালো থেকো সদা
বিদায়কালে এটাই আমার চাওয়া।



রচনাকালঃ
২০/০৮/২০১৯