ভালোবাসা পাপ নয়
কেন, ভুল জেনে রেখে ভালোবাসা,
স্বর্গের ফুল ভালোবাসা
ধনী দরিদ্র সবাই তো সমান
ভালোবাসা তো বিধাতার দান।


ঘৃণা আছে বলেই তো ভালোবাসা আছে
সুখ আছে বলেই তো দুঃখ আছে,
অন্ধকার আছে বলেই তো আলো আছে
দরিদ্র আছে বলেই তো ধনী আছে,
বেদনা আছে বলেই তো পৃথিবীতে আনন্দ আছে।


অন্ধকার বিহীন আলো অর্থহীন
দুঃখ বিহীন সুখ মূল্যহীন।
যদি আগে পাও সুখ
তবে ভোগ কর রাশি রাশি দুখ,
যদি আগে পাও দুখ
তবে ভোগ কর অশেষ সুখ।


দুঃখ বিহীন কেউ সুখের সন্ধান খুঁজে পাবে না
দুঃখ কষ্টের মাঝে মানুষ তো হাবুডুবু খাবে
তাতেই মানুষ প্রকৃত অর্থে সুখ লাভ করবে।


রচনাকালঃ
১৩/০৭/২০২০