ফেরিওয়ালা ফেরিওয়ালা
একটু ফিরে চাও
সোনাতলির পথটি বেয়ে
কোথায় চলে যাও।


গায়ের পথটা ভারি বাঁকা
দেখে চল তবে
আজ নিলাম না তবে কিছু
আসবে আবার কবে।


আবার আসবে যখন  তুমি
আনবে কানের দুল
লাল ফিতায় রাখব বেঁধে  
আমার দীঘল চুল।


মিষ্টিমুখের দুষ্ট কথায়
ভুলবে তোমার মন
মূল্য হিসেবে দেব এই না
আমারই জীবন।


তোমার মুখের মিষ্টি হাসি
সোনার মতোন দামি
তারই জন্য  তোমার সাথে
জুটি বাঁধবো আমি।


সুখে দুখে থাকব পাশে
ওগো ফেরিওয়ালা
যত আছে মনের কথা
বলব মিটিয়ে মনের জ্বালা।




রচনাকালঃ
২১/১২/২০২০