৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ


মানব মনের মানবতা
গেছে তো ভাই খোয়া,
তারই জন্য জীবন নদে
নাই রে সুখের ছোঁয়া।


মানব মনের সুখ শান্তি তো
মানবতার তরে,
মানবতা বিহীন জীবন
ধুঁকে ধুঁকে মরে।


মানবতা মানব জীবন
এক সূত্রে ওই গাঁথা,
মানবতা শূন্য জীবন
শুষ্ক গাছের পাতা।


লক্ষ কোটি টাকা দিয়ে
যাই না কেনা তবে,
মানবতা অমূল্য ধন
নিখিল এই না ভবে।


মানবতার জন্য মানুষ
প্রাণটা খুলে মেশে,
মানবতা কোথায় আছো
এসো বঙ্গ দেশে।



রচনাকালঃ
২২/০৯/২০২১