আমার গৃহে নেমন্তন্ন সখা
গিরির শ্বাপদসঙ্কল পথ
সরু পথে যাবে কি সখা
তোমার বিরাট রথ।


রথ -জানি যাবে না সখা
যেও চরণ ফেলে
হাতের ডানে শুক সারী দেখে
নেমন্তন্নের কথা জানি যেও না ভূলে।


গাড়লের মতো বর্ত্ম বসে
চেয়ে চেয়ে দেখি
হাজারো লোক পারি গিরিবর্ত্ম
ওগো সখা তুমি আছো বাকি।


সুরুজ যখন পাটে বসে
অন্তরীক্ষ তমসায় যায় ভরে
চর্তুদিকে জোনাকি আলো
গেছে সব যে ছেড়ে ।


হলুদ বরণ সুরুজ উঠে
পুবের গিরির কাছে
এত সকালে বাহির হবে যে
লোক থাকবে না তোমার পাছে।


খই ফোটানোর শব্দ শুনে
চরণ দিয়ো থেমে
কাজল মাখানো নয়ন দিয়ে
তাকিয়ো হাতের বামে।


ঘাম ঝরাবে মুখটি তোমার
মুছতে দিব কিসে
আনন্দে হব আত্মহারা
পাবো না তো কিছু দিশে।


সাংলে ধানের পায়েস দিব
চিনি একটু কম
মাদুর বিছিয়ে বসতে
ঝরবে অঝর ঘাম।


তালপাখা দিয়ে বাতাস করব
বসব কাঁঠাল বনে
মনে আছে আমার যত কথা
বলব তোমার সনে।


চাঁদনী রাতে চাঁদের নিচে
বসে করব খেলা
তিনশো বছর ধরে বসে সখা
এই নিমাইতলির মেলা।


কদমের স্ত্রীর ঝগড়া শুনে
জাগবে সকাল বেলা
তোমায় নিয়ে সইদের বাড়ি
ঘুরব সারাবেলা।



/////////////////////////////////////////////////////////////
..................................................................
(ভুলক্রমে  যদি লেখা মিছ হয় কমেন্ট করে জানাবেন
সকলের কাছে এটা আমার অনুরোধ।)
/////////////////////////////////////////////////////////////
..................................................................