মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬/৬+২


বিবেক জাগাও নবীন সমাজ
মুক্তির পথ ধরো,
মনের আবেগ কলুষতা সব
দূর করো দূর করো।


তোমরা জাগলে পৃথিবীর পথে
হানা দেবে না তো কেউ,
তোমাদের শ্রম তোমাদের বল
রূখে দেবে সব ঢেউ।


তোমাদের কথা তোমাদের কাজে
পৃথিবীর হবে জয়,
তোমরা সবাই বসে থাকলে গো
হবে যেন সব ক্ষয়।


তোমাদের শ্রম তোমাদের জয়
সবচেয়ে বেশি ভালো,
পৃথিবীতে যারা আলসেমি করে
তাদের জীবন কালো।


বিবেক জাগাও নবীন সমাজ
দায়িত্বটা তো নাও,
মনের সকল কলুষতা দূর
সবে মিলে মিশে যাও।


রচনাকালঃ
২৫/০৭/২০২১