জীবন যদি হতো নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দের
কবিতার পঙক্তির মতো সুন্দর।
বাস্তবতা যদি হতো রুপকথার কাহিনির মতো
যেখানে আছে শুধু শান্তি আর সুখ,
নেই কোনো অশান্তির ছোঁয়া।


সৌন্দর্য যদি হতো রংধনুর সপ্ত রঙের মতো
যা জীবনকে রাঙিয়ে দেবে বর্ণিল রঙে।  
জীবন যেন না হয়, বসন্তের পাতা বিহীন বিটপীর মতো
যেখানে শুধু বিরহের অনলে জ্বলে বিটপী।



রচনাকালঃ
২৮/০২/২০২১