জীবন যুদ্ধে ক্লান্ত ডানা
ইচ্ছে খুশি উড়তে মানা।
প্রাণে শুধু কষ্ট,  
মনে জাগে কত আশা
বুকটা ভরা ভালোবাসা
স্বপ্ন গুলো নষ্ট।


সুখের সাথে দুখের সাথে
চলতে হয় যে দিনেরাতে।
ক্লান্ত পথিক হয়ে,
প্রাণে আসে নানা বাধা
নোনা জলে হয় যে কাদা
দুখের তরী বয়ে।


ঘাত প্রতিঘাত জীবন নদে
কষ্ট থাকে পদে পদে।
এটাই জীবন যুদ্ধ,
মনটা ভীষণ খারাপ থাকে
অন্তঃপুরে দুঃখ রাখে
মনটা ভীষণ ক্ষুব্ধ।


জীবন যুদ্ধে জিততে তবে
সঠিক কর্ম করতে হবে।
ভুল যাবে না করা,
সুখের জীবন পেতে হলে
চলতে হবে দৃঢ় বলে
তবেই সুন্দর তরা।


রচনাকালঃ
২৪/১২/২০২১