৪+৪/৪+১


নতুন ছন্দে মন আনন্দে
লিখবো আমি গান,
যে-ই গান ভাই শুনে সবার
জুড়াবে মন প্রাণ।


গানের অন্তর মেলানো ভাই
অতি সহজ নয়,
তাল লয় যেজন সৃষ্টি করে
ভালো গায়ক কয়।


একতারার ওই সুরে তালে
ধরে গান'রে সব,
নাচে স্বর্গ নাচে মর্ত্যে
গানে খুঁজি রব।


প্রেম বিরহের কত গানে
তুলতে হবে সুর,
না পারলে ভাই গায়ক কবে
রাখবে বহু দূর।


জীবনমুখী গান কবিতা
জীবনমুখী সুখ,
জীবন মুখে দাঁড়িয়ে রয়
শুধু কষ্ট দুখ।


রচনাকালঃ
০২/০৭/২০২১