৪+৪/৪+২


জীবন নদে সুখ আর দুঃখ
একই সঙ্গে  থাকে,
লোকের মুখের একটা বুলি
দুঃখ পুষে রাখে।

জীবন নদে নৌকা বয়ে
সতত তারা চলে,
নানা জনের নানা বুলি
কিছু না তো বলে।


দীর্ঘদিনে একসঙ্গে
থাকে দু'জন তারা,
একে অন্যের মনের কথা
বলে হয় যে সারা।


কখন গেছে কেমন দিবস
জানেন যে দুজনে,
সেই সব কথা বলে বলে
ভাবে প্রতি ক্ষণে।


লোকের মুখের বাঁকা কথায়
রাখলে জীবন থেমে,
সুখে ভরা জীবনটাতে
দুঃখ আসবে নেমে।


রচনাকালঃ
১৬/০৭/২০২১