দিবানিশি শুরু হয়েছে বারিধারা অবিরাম
আবার দেখি নীল আকাশের বুকে কাদম্বিনী জুমেছে
হরিকাকু করে সর্বদা রাম রাম।
          
বারিধারার লাগি মাঠে ঘাটে নেই আর চৌচির
সজীব বৃক্ষের সজীবতা আমাদের করেছে মৌমির।      

পাখির হর্ষে ধরে কি মধুর গান
পর দিবসে চেয়ে দেখি নদীতে এসেছে বান ।  


জলের যে কল কল ধ্বনি শুনতে আমার মন চাই
তাই   আমি বসে থাকি নদীর তটের ছায়ায়।


নাওয়া খাওয়া করছে যে সকল জলজ প্রাণ
তাই না দেখে আমার মন ছিল যে অম্লান।


যদি গো হতে পারতাম ঐ জলজ প্রাণ      
আনন্দে মাতিয়ে করতাম শুরু স্নান
আর মনের সুখে গাইতাম কত মধুর থেকে সমধুর গান।