পুঁইয়ের মাচার নিচে
মায়ের পিচে পিচে
ঘুরছি বারে বার
জিজ্ঞেস করলাম দেখ না, মা
এটা কি আবার -
বল না মা, বল - এটা কি?
মা বলল "কবর"
বল না মা - বল, কবর কি?
মরণ হলে মাটির নিচে যেথায় মানুষ করে সম্প্রদান
উত্তর দিতে কেঁদে উঠল আমার দুঃখিনী মায়ের  প্রাণ ।
কাঁদিস কেন মা? কাঁদিস নে -
বল না মা - বল
শোনরে, খোকা  
এটাই রে তোর দাদার করব
সোনার মতো ছেলে
কি হয়েছিল মাগো দাদার
বল না একটু খুলে।
গিয়েছিল তোর যুদ্ধে দাদা
মানেনি তো সে কারো বাধা
যেই গেল সেই দুদিন পরে ফিরে এলো
মাথায় খেয়ে গুলি
অকস্মাৎ আমার হৃদয়  জুড়ে
উড়ে উঠল ধুলি।


আরো শোনরে খোকা-
যখন তোর দাদার ওরা ঝরায়ছে রক্ত
তাই না দেখে সপ্ত কোটি বীর বাঙালি
হয়েছে আগের চেয়ে শক্ত।


বল না মা- বল ,যুদ্ধ কি?
ওরে খোকা শোন -
যুদ্ধ মানে শত্রু শত্রু খেল
উত্তর দিতে আমার দুঃখিনী মায়ের হৃদয় জুড়ে
ভাসল দুখের ভেল ।
তাহলে মাগো আমিও খেলবো
দাদার মতো  শত্রু শত্রু খেল।
মাগো, আমি যুদ্ধে যাব
শত্রু বিনাশ করব
মাগো, আমি যুদ্ধে যাব ।




  
-----+++++
রচনাকালঃ
২৮/০৪/২০২০