কবিদের লেখায় কোনো না কোনো কবির লেখার প্রভাব লক্ষণীয়। তাই কাব্য জীবনে কেউ নজরুল মুখী আবার কেউ রবীন্দ্রনাথ মুখী। আবার কেউ অন্যান্য কবি মুখী।


কাব্য পড়ে কাব্য লেখার অনুপ্রেরণা জন্মে। তাই তার জন্য কাব্য রচনা করলে অন্য কবির প্রভাব লক্ষ করা যায়। অনেক জন এমন আছে যারা বলে তোমার লেখায় অমুক কবির লেখা মতো হয়েছে।