আমি এমন একটি রাষ্ট্র  চাই
যে রাষ্ট্রের সবাই প্রেমিক প্রেমিকা
নেই কেউ খল।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের সবাই ফুলকে ভালোবাসে
কেউ পদতলে নিষ্পেষিত করে না ফুলকে।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের সবাই পাখিকে রক্ষা করে
কেউ মারে না একটি ও পাখি।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের সবাই পরিশ্রমী
নেই কেউ কর্মবিমুখ।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের সবাই দূষণমুক্ত
নেই কেউ দূষণ করবার।


আমি  এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের সবাই একে অপরের বিপদে পাশে থাকবে
নেই কেউ স্বার্থপর ।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের সবাই নিরাপরাধী
নেই কেউ অপরাধ করবার।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রে প্রাধান্য পাবে আইনের শাসন
নেই কেউ আইন ভাঙার।


আমি এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্রের থাকবে অপার প্রকৃতির সৌন্দর্য
নেই কেউ তা ধ্বংস করার।


এমন একটি রাষ্ট্র আমার  
জন্ম জন্মান্তরের কাম্য
পেলে আমার জীবন হবে
ধন্য ধন্য ধন্য।



রচনাকালঃ
০২/১০/২০২০