মালঝাঁপ কাব্য  ৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ


নীতি নিত্তে মম চিত্তে পরে বিত্তে গর্বে
শুধু করে পরে তরে মন ভরে খর্বে।
করে দাঙ্গা চলে হাঙ্গা মন চাঙ্গা করে
জেব ফাঁকা পরে টাকা চলে ঢাকা তরে।


মস্ত আলো প্রাণ কালো লাগে ভালো তার
করে খুন বহু গুণ দেখে মনু আর।
বসে হাসে নাহি আসে বুক ভাসে কত
পরে ধনে প্রতিক্ষণে ধনী মনে শত।


করে চুরি মোটা ভুরি আছে ছুরি হাতে
হাতে কাজ নাহি লাজ টাকা ভাজ রাতে।
যায় প্রাণ গাহে গান গুরু মানে সবে
দুষ্ট সনে মিষ্টি ক্ষণে নিজে জনে তবে।


লুট করে জেব ভরে নিজে তরে ভাই
ন্যায় নীতি গল্পে রীতি মনে ভীতি তাই।
ঠকবাজ লুঘু কাজ নাহি লাজ লোকে
প্রাণ তরী হাতে ঘড়ি স্বর্ণ ভরি থোকে।


কত কষ্ট প্রাণ নষ্ট পথ ভৃষ্ট আমি
নাহি চলে যেতে বলে আখি জলে ভূমি।
শুদ্ধ পথে প্রাণ রথে চলা মথে থাকা
ভালো দৃষ্টি শুভ সৃষ্টি নিজে কৃষ্টি রাখা


রচনাকালঃ
৩০/০৭/২০২১