স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২


আয় রে খোকা, আয় রে খুকি
নাইতে যাই রে মোরা,
নাইতে গিয়ে শাপলা শালুক
তুলবো জোড়া জোড়া।


শাপলা শালুক তুলে মোরা
খেলব নানা খেলা,
বিকেল হলে সবাই দেখব
প্রজাপতির মেলা।


প্রজাপতির দলের সাথে
ছুটব মোরা ক'জন,
নতুন পাতার ডালে বসে
পাখি করে কুজন।


সন্ধ্যা বেলায় লুকোচুরি
পড়তে বসা ফাঁকা,
খেতে গেলে মায়ের কাছে
শুনতে হবে বকা।



রচনাকাল
২৭/০৫/২০২১