স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২


মাগো আমার ইচ্ছে করে
পাখির সাথে গাইতে।
মাঝির মতো তরী নিয়ে
মনের সুখে বাইতে।


মাগো আমার ইচ্ছে করে
বিধুর মতো হাসতে,
রোজ প্রভাতে পাখির সাথে
ভীষণ ভাবে নাচতে।


মাগো আমার ইচ্ছে করে
ফুলের মতো ফুটতে,
নদীর মতো ইচ্ছে খুশি
সাগর পানে ছুটতে।


মাগো আমার ইচ্ছে করে
বৃষ্টি হয়ে ঝরতে,
শিশির হয়ে ঘাসের বুকে
মনের সুখে পড়তে।


মাগো আমার ইচ্ছে করে
জোনাক হয়ে জ্বলতে,
ফুল বাগানে ফুলের সাথে
আস্তে আস্তে চলতে।



রচনাকালঃ
১১/০৬/২০২১