৬+৬/৬+২ মাত্রাবৃত্ত


ক্ষমতার লোভ মানুষকে ভাই
খারাপের দিকে ডাকে,
নিজের স্বার্থে আঘাত এলেই
অপরের প্রতি হাঁকে।


ক্ষমতার লোভে গিরগিটি মতো
সদা বদলায় রঙ
নিজের স্বার্থের জন্য সতত
করে বেড়ায় যে ঢঙ।


ক্ষমতার লোভে নীতির পরোয়া
করে না'রে ভাই কভু
ক্ষমতা পেলেই তিনিই হবেন
সকলের ওই প্রভু।


মূল জ্ঞান ভুলে ক্ষমতা কাম্যে
তারা করে সদা ভুল,
মুখোশ পড়েই সদা চলে ভাই
বাগানে যেমন ফুল।


ক্ষমতা তোমাকে পেলেই আমার
কথায় চলবে ধরা
ইচ্ছে খুশিতে আমিই সবার
উপর হবই চড়া।


দেশের মানুষ দেশেরই সব
সাজবো তবেই আমি,
হবে সব কিছু আমার জন্য
আমি হবো বেশি দামি।


রচনাকালঃ
০৭/০৭/২০২১