কবি মানে শুধু কবিতা রচনা করা নয়।
কবি মানে সৌন্দর্যের কথা বলা
কবি মানে সুখ দুখের কথা বলা
কবি মানে সাম্যের কথা বলা
কবি মানে শান্তির কথা বলা
কবি মানে ছন্দের জাদুকর, ছান্দসিক।
কবি মানে সমাজের সংস্কার অসংস্কার তুলে ধরা
কবি মানে নব নব শব্দের কারিগর          
কবি মানে ঘুমান্ত বর্বর সমাজকে জাগিয়ে তোলা    
কবি মানে ভুল থেকে পরিত্রাণের উপায় বলা
কবি মানে নকল করা নয়, শিল্প মানে নকল
কবি মানে রুপ ও গুণের  বর্ণন করা
কবি মানে ভালোবাসার কথা বলা
কবি মানে মনের সকল অস্ফুট কথা স্ফুট  করা
কবি মানে চাঁদের মতো মিষ্টি মিষ্টি কথা বলা
কবি মানে গন্ধরাজ, বেলি, হাসনাহেনার মতো সৌরভ ছড়ানো
কবি মানে শূচি শুদ্ধ চাতক পাখি
কবি মানে অতীত, বর্তমান, ভবিষ্যত
কবি মানে নব নব মনে স্বপ্নের কুসুম ফোটানো
কবি মানে বাস্তবকে সাথে নিয়ে কল্পনায় বিচরণ করা
কবি মানে অন্ধকারের আলোর পাখি
কবি মানে আবেগ প্রবণ ব্যক্তি।