আমি কবির ভাষায় ছন্দে ছন্দে,
কবিতার কথা বলি।
গাঁয়ের  সহজ পথটা বেয়ে
দীঘল সবুজ শ্যামল প্রকৃতির পথটা চলি।

আমি ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখির মতো,
বিকেলে কলরব করি,
স্রোতস্বিনীর মোহনায় জেলেদের সাথে
রুই, কাতলা কত মাছ ধরি।


আমি শরতের আকাশে ভাসমান ,
শুভ্র মেঘের ভেলা
পদ্মার তীরে স্নিগ্ধ দুপুরে দূরন্ত কিশোরা
করে কত রঙের খেলা।


আমি চলন্ত নাটাইয়ের সুতোয় গাঁথা,
শিশুর আনন্দময় কবিতা,
তৃষ্ণাতুর পথিকের মরুভূমিতে প্রাণসঞ্চারণের
সেই কষ্টের জীবনের ছবিটা।


আমি রাখালের বাঁশির সুরে আমজনতার
আনন্দঘন মূহুর্ত,
পড়ন্ত বিকেলে পথিকের ক্লান্ত ভাবে
চলার কত শর্ত।


রচনাকালঃ
০২/০৪/২০২১