ছোট্টা ছোট্টা ছন্দে
মনের আনন্দে
গেয়ে যায় জীবনের
ঘাত প্রতিঘাতের গান,
তাতে রক্ষা পেল আমার
চিন্তিত উদাস মনের
এলোমেলো হয়ে যাওয়া
বিভোর প্রাণ।


জানি না আসলে
জীবন মানে কি
শুধু ঘাত প্রতিঘাত
নাকি স্বপ্ন আর আশা ,
স্বপ্নের জালে বদ্ধ জীবন
অতি সহজে ছোঁয়া যায় না
সেই স্বপ্নের জাল
কঠিন কাজে জীবন মাত্র ভারসা।


রচনাকালঃ
২৯/০১/২০২১