৪+৪+৪+২
৪+৪
৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ


জীবন বাঁচে ভালোবাসা ভালো লাগা তরে
ভালোবাসা বিহীন জীবন ধুঁকে ধুঁকে মরে।
ভালোবাসা পরম নদী
নিঃস্বার্থ হয় গো তা যদি।
ভালোবাসা দিলে মেলে ভালোবাসা তবে
ভালোবেসে সৃষ্টিকর্তা বানিয়েছে সবে।


ধরার বুকে জীবে সেবা জীবে দয়া দিলে
ধরার বুকে থেকে প্রভুর দেখা তবে মিলে।
ভালোবাসা দিলে আপন
তাদের সাথে জীবন যাপন।
ভালোবাসার পরশ পেলে প্রাণের সঞ্চার আসে
ভালোবাসা নেই সেজনই দুখের ভেলায় ভাসে।


গাছের সঙ্গে পাতার প্রেমে অলির সঙ্গে মধুর
সখীর সঙ্গে সখার প্রেমে বরের সঙ্গে বধুর।
নদীর সঙ্গে সাগর প্রেমে
পলি সঙ্গে  নদীর হেমে।
সব জিনিসে ভালোবাসার লাগে আছে ছবি
ভালোবাসা কেন্দ্র করে কাব্য রচে কবি।


রচনাকালঃ
২৪/০৭/২০২১