৫+৫/৫+২ স্বরবৃত্ত ছন্দ


মাগো তোমার মুখের হাসি
আমার লাগে ভালো,
মুক্তা ঝরে সেই হাসিতে
জীবন করে আলো।


মুখে তোমার মিষ্টি কথা
আঁখি স্বপ্নে ঘেরা,
জগৎ মাঝে তুমি যে মাগো
আমার কাছে সেরা।


দুখের কথা হাসি মুখে যে
বলতে মাগো তুমি ,
আমার কাছে তুমি তো মাগো
স্বাধীন মায়া ভুমি।


তোমার মতো মমতাময়ী
ধরার বুকে নাই,
সুখের সাথী আঁধারে বাতি
তুমিই ছিলে তাই।


তোমার মুখ দেখলে মাগো
ভরে যায় যে প্রাণ,
মাগো তুমিই জগৎ মাঝে
বেঁচে থাকার গান।


রচনাকালঃ
২৯/০৮/২০২১