৪+৪/৪+২


সারাটা দিন সারাটা ক্ষণ
নৌকা নিয়ে কাটে,
হিজলতলী নদী বেয়ে
যাবো আমি হাঁটে।


কিনবো আমি নানা জিনিস
বিক্রি করবো কিছু,
সন্তানেরা ঘুরছে সদা
আমার পিছু পিছু।


রোজ বিকেলে দলের সাথে
ভাটিয়ালি গানে,
ভাসি আমি নৌকা নিয়ে
শুধুই পেটে টানে।


অল্প কিছু স্বপ্ন নিয়ে
জীবন পথে চলা,
দীনতার ওই কথা কি ভাই
যাবে কভু বলা।


যেমন আছি ভালো আছি
এই না ধরার বুকে,
নৌকা নিয়ে জালটা দিয়ে
মাছ ধরি খুব সুখে।


রচনাকালঃ
০৪/০৭/২০২১