আমি আর খুকি মিলে
যাব মামার বাড়ি,
আছে আমার মামার বাড়ি
মস্ত মধুর হাড়ি।


মামার বাড়ি যেয়ে আমরা
খেলব নানা খেলা,
আম কাঁঠাল ডুমুর ফলের
হরেকরকম মেলা।


ফলের সমাহার মামার বাড়ি
খেয়ে জুড়াবে প্রাণ,
নিত্যদিনে গেয়ে বেড়াব
হর্ষে করে গান।


ভাইবোনদের সঙ্গে রাত্রি বেলা
করব নানা গল্প,
হৈ হৈহল্লা করলে মামা
বকা দেবে অল্প।


রোজ প্রভাতে ঘুম ভাঙবে
শুনে ফিঙ্গার শিস,
বাড়ি ফিরে এসে আমরা
করব তা মিস।



রচনাকালঃ
২৬/০৫/২০২১