নীল নকশা প্রনয়ণের কাজ শেষ
এবার অপারেশন সার্চলাইটের রুপ দেবার পালা
বলে হাসছে টিক্কা হা.... হা.....হা..... করে  
বলে রাও ফরমান আলী যা-ও তুমি বাংলায়
রাও ফরমান আলী আসলো -
তারপর বাংলায় এলো এমন রাত
এ রাতের কথা কি আর বলব
মানুষ যে এতটা পাশবিক হিয়ার হতে পারে
নেইকো বলার ভাষা।


খই ফোটানোর মতো শব্দ করে
বাংলার পথে প্রান্তে মানুষকে করেছে কাঁৎ।          
চলিয়েছে মেশিনগান অবিরাম
রক্তের বুদ্বুদে বাংলার মৃত্তিকা আর সবুজ ফসল
হয়েছে রক্তে রঞ্জিত
সেই রক্ত আটকিয়ে গেছে কত লাশ।


শাসকবর্গের ভাষ্য ছিল -
বাংলার মানুষ নয়, বাংলার মাটি চাই
তখন আরো বেশি করে পাক সেনারা
শহর থেকে গ্রামে নামিয়ে
শেষ করল পিতামাতা সহ অনেক অবুঝ শিশু
ঘাতকের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি কেউ ।


পঁচিশ মার্চ রাতে রক্ত গড়ে
সৃষ্টি হয়েছে বাংলার নদ নদী
পদ্মা, মেঘনা, যমুনা
এ রাতে যারা শহিদ হয়েছে
আমরা তাদের কখনো ভুলব না।

          
রচনাকালঃ
২৭-০৩-২০২০


উৎসর্গঃ
(২৫শে মার্চের শহিদের)